কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ১ ফেব্রুয়ারি থেকে ৯ মাসের জন্য পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি ছিল দ্বীপে ভ্রমণের শেষ দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে, তবে এরপর কোনো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যেতে পারবে না। 
তবে, যদি সরকারের পক্ষ থেকে ভ্রমণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেন্টমার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, সাধারণত ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত এই দ্বীপে পর্যটকরা আসেন, কিন্তু এবার ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তারা মনে করছেন, অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ানো উচিত ছিল।
সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী বলেন, অতীতে এমন সংকট দ্বীপে সৃষ্টি হয়নি। যদি পর্যটকদের আসা বন্ধ হয়ে যায়, তাহলে এখানকার বাসিন্দারা নানা ধরনের সমস্যায় পড়বেন। 
তিনি আরো বলেন, দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত শত শত মানুষ। তাই মানবিক দিক বিবেচনায় কমপক্ষে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানান তিনি।							
														
							   								
            		     
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					